Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zia Uddin Mahmud books

followers

জিয়া উদ্দিন মাহমুদ

জিয়া উদ্দিন মাহমুদ ১৯৮৩ সালে ফেনী জেলার ছাগলনাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোঃ মোস্তফা একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ছিলেন। দুই ভাই বোনের মাঝে জিয়া বড়। কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা কমার্শিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা শহরে পাড়ি জমান ক্যারিয়ারের জন্য। পাশাপাশি গ্রেজুয়েশন এবং কম্পিউটারের ডিপ্লোমা সম্পন্ন করেন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জিয়া উদ্দিন মাহমুদ, টেক্সটাইল এন্ড আরএমজি ইন্ডাস্ট্রি, ফুড এন্ড বেভারেজ, পাবলিকেশন্স, পেট্রোলিয়াম, টেলিকমিউনিকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি তে সুনামের সাথে কাজ করেছেন । ২০০৩ সালে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আইটি অফিসার হিসেবে চাকুরিজীবন শুরু করেন। সেখান থেকে নয় বছর আরএমজি সেক্টরে সুনামের সাথে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। তার ভেতর দুটি মাল্টিন্যাশনাল কোম্পানি Li & Fung এবং VF Corporation এ কর্মরত ছিলেন। ২০১২ সালে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বেইজড একটি কোম্পানিতে গ্রুপ হেড অফ বিজনেস অপারেশন্স হিসেবে পাঁচ বছর কর্মরত ছিলেন। ২০১৮ সালে উনি বাংলাদেশে ফেরত আসেন এবং ট্রেনিং ডেভেলপমেন্ট কনসাল্টেন্সির পাশাপাশি, সামিট গ্রুপের মত স্বনামধন্য কোম্পানিতে কর্মরত ছিলেন। জিয়া উদ্দিন মাহমুদ মালয়েশিয়া থেকে MBA সম্পূর্ণ করেন with dual major in Leadership & International Relations. উনি একজন Certified NLP Practitioner, Certified Empowerment Life Coach, এবং Certified Professional Learning Facilitator. জিয়া উদ্দিন মাহমুদ বর্তমানে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন, যার উল্লেখযোগ্য কনসার্ন হলো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

জিয়া উদ্দিন মাহমুদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed